ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিলের যে পরিকল্পনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৩ মার্চ ২০২৫ | আপডেট: ২০:০২, ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফুটবলপ্রেমীদের জন্য আরও একবার আসছে উত্তেজনাপূর্ণ সুপার ক্লাসিকো! আগামী বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটিকে ব্রাজিল দেখছে প্রতিশোধের লড়াই হিসেবে। আগের দেখায় ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল সেলেসাওরা। এবার সেই হারের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। দলে নেইমার না থাকলেও দলটি আত্মবিশ্বাসী, এমনটাই জানালেন ব্রাজিলের লেফট-ব্যাক গিলহের্মে অ্যারানা।

ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগ সামলানো। লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ না থাকলেও, হুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা ও জুলিয়ানো সিমেওনের মতো প্রতিভাবান খেলোয়াড়রা যে কতটা ভয়ংকর হতে পারেন, তা উরুগুয়ের বিপক্ষে প্রমাণ হয়ে গেছে। তাই এই ম্যাচে রক্ষণ সামলানোতেই বেশি মনোযোগ দিচ্ছেন অ্যারানা।

তিনি বলেন, 'আমাদের ভালো ফল দরকার। আমরা রক্ষণে শক্তিশালী হয়ে, ভালো ফুটবল খেলে জয় তুলে নেওয়ার পরিকল্পনা করছি। আর্জেন্টিনা দুর্দান্ত সময় পার করছে, তবে আমাদের দলেও মানসম্পন্ন পেশাদার খেলোয়াড় আছে। তাদের আক্রমণ অকার্যকর করতে আমাদের সঠিক পরিকল্পনা ও মনোযোগী হতে হবে।'

নিজেদের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। তবে এবার তাদের খেলতে হবে আর্জেন্টিনার মাটিতে, যেখানে প্রতিপক্ষের ১১ খেলোয়াড়ের পাশাপাশি গ্যালারির দর্শকদের চাপও সামলাতে হবে। তবু চাপের মুখে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন অ্যারানা।

তিনি বলেন, 'এটা এক ভিন্ন পরিস্থিতি, তবে আমাদের দলে এমন অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা অতীতেও এমন চাপ সামলেছে।'

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ব্রাজিল। অন্যদিকে সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। এ ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে চায় সেলেসাওরা, অন্যদিকে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে হার এড়াতে চাইবে আর্জেন্টিনা। সব মিলিয়ে ফুটবলপ্রেমীরা প্রস্তুত হতে পারেন আরেকটি উত্তেজনাপূর্ণ সুপার ক্লাসিকোর জন্য!

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি